দীর্ঘ সহবাসে সখ্য হয়ে গেছে, তাই ভুলে যাই। শুধু শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ দেখেই মনে পড়ে সময়টা প্রতিকূল.
প্রতিকূল এইসব সময়েও জোৎস্নায় কুয়াশায় মাখামাখি হয়ে যাওয়া এইসব রাত্রীতে পূর্ণ চাঁদের দিকে তাকিয়ে মনে হয়, জীবন সুন্দর.
জীবন সম্পর্কে জীবনের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম উপলব্ধি হয়েছে, যেমন এখন মনে হচ্ছে মানব
জীবনটা আসলে প্রহেলিকাময়, কখনো মনে হয় সবকিছুইত আছে,আবার কখনো মনে হয় আরে কিছুইত নাই.
"আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া জোৎস্না ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই.
কি অদ্ভুত.
জোৎস্নায় চরাচর ভেসে যাওয়া এইসব রাত্রীতে জোৎস্না ধরতে না পারা আক্ষেপের সাথে আরো কি সব গোপন ব্যাথা উঁকি দেয় বুকের ভিতর, কারণ জানা নাই কি কারনে এইসব হাহাকার. আমি শুধু জানি অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহাদের দেন তাহাদের বক্ষে বেদনা অপার.
Post a Comment