‘‘আল্লাহর পথ সুদীর্ঘ। আমরা সেখানে কচ্ছপের ন্যায় পরিভ্রমণ করছি। পথের শেষ সীমায় পৌঁছাতে হবে, এটি আমাদের লক্ষ্য নয়; বরং মৃত্যু অবধি পথের উপর অটল থাকতে পারাই আসল ব্যাপার।’’
—শায়খ নাসিরুদ্দিন আল-আলবানি (রাহি.)
.
মুমিনদের সম্মানিত মা উম্মে সালামাহ (রা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিলো, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দু‘আটি সবচেয়ে বেশি পড়তেন?’ তিনি বলেছিলেন-
.
ياَ مُقَلِّبَ الْقُلُوْبِ، ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ
.
[ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূব, সাব্বিত ক্বালবী ‘আলা দ্বীনিক (আরবি দেখে শেখা জরুরি)]
.
অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। [তিরমিযি, রিয়াদুস সালেহিন: ১৪৮৯]
.
আমাদেরও উচিত হবে, এই দু'আটি খুব বেশি পরিমাণে পড়া। যখনই সুযোগ পাব, এটি পড়ব ইনশাআল্লাহ্। অসংখ্য মানুষ পা পিছলে হিদায়াতের পথ থেকে সরে গেছে। আমরা কেউই নিরাপদ নই। আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই।
Post a Comment