নেশা জিনিসটার দরকার আছে।খুব প্রয়োজন।তবে এই নেশা হতে হবে নিজেকে তীব্রভাবে ভালোবাসার নেশা।যে নিজেকে ভালোবাসা দিতে জানে না,সে জীবনের আনন্দ খুঁজে পায় না।মনে রাখতে হবে-নিজেকে ভালোবাসতে জানলে,অন্য কারো ভালোবাসার তেমন একটা দরকার পরে না।
তোমার কোন জিনিসটা ভাল লাগে, কি করতে আনন্দ পাও,কোথায় গেলে শান্তি পাও,কার সাথে মিশলে ভাল থাক এসব বুঝতে শিখ।যাদের সাথে থাকলে জীবনে কোন উন্নতি হবে না,যাদের কাছ থেকে ভাল কিছু পাবে না তাদের সাথে মেশা বন্ধ কর।
নেশা জিনিসটার দরকার আছে।খুব প্রয়োজন।তবে এই নেশা হতে হবে বই পড়ার নেশা,ভাল মুভি দেখার নেশা।যে গান মনকে উদ্দীপিত করে তা শোনার নেশা থাকতে হবে।নেশা থাকতে হবে অসহায় মানুষকে সাহায্য করার।নেশা হতে হবে সমাজকে এগিয়ে নেয়ার।
বই পড়।প্রতিদিন পড়।কিছু নতুন জিনিস শিখ।প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে গেলে দেখবে তোমার নিজের কাছেই ভাল লাগছে।ব্রেইন যেন মরিচা জমে শেষ না হয়ে যায় তার জন্য প্রতিদিন নতুন কিছু শিখ।
Be kind.Be kind.And be kind.মানুষের প্রতি দয়া দেখাও।তোমার যে বন্ধুটা পিছিয়ে আছে তাকে টেনে তুল।তাকে সাহায্য কর।টাকা দিয়ে হোক বা বুদ্ধি পরামর্শ দিয়ে হোক- তার পাশে থাক। ট্রাস্ট মি- তুমি অন্যের জন্য যা করবে তা তোমার জীবনে ফেরত আসবে।
নেশা জিনিসটার দরকার আছে।খুব প্রয়োজন।তারুণ্যের নেশা থাকা উচিত পরিবারের প্রতি।পারিবারিক দায়িত্বে যদি নেশা থাকে তাহলে একটা পরিবার দাঁড়িয়ে যায়।
বাবা মার প্রতিটা দায়িত্ব পালনের তীব্র নেশা একজন মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।ভাই বোনকে ভালোবাসার নেশা মনকে বড় করে তোলে।
ধর তুমি নিন্ম মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমার একটা ছোট বোন আছে।তার লেখা পড়ার দায়িত্ব তোমার বাবার পক্ষে নেয়া সম্ভব না।তোমার উচিত সেই ছোট বোনের লেখা পড়ার দায়িত্ব নেয়া।তোমার উচিত তাকে সামনে এগিয়ে নেয়ার জন্য পরিশ্রম করা।তার জীবনটাকে সাজাতে গিয়ে দেখবে তোমার জীবনটা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে।
নেশা জিনিসটার দরকার আছে।পড়া লেখার প্রতি নেশা থাকতে হবে। তরুণদের মাঝে অজনাকে জানার তীব্র আগ্রহ থাকা চাই।উচ্চ শিক্ষার নেশা থাকা চাই। বড় স্বপ্ন দেখতে হবে।সে অনুসারে কাজ করতে হবে। We must never stop dreaming. Dreams provide nourishment for the soul, just as a meal does for the body.
নিজের ক্যারিয়ারকে নিয়ে ভাবতে হবে।প্রেম ভালোবাসা নিয়ে মাতামাতি করা যাবে না।বাজে নেশায় জড়ানো যাবে না।খারাপ মানুষের পাল্লায় পড়ে জীবন নষ্ট করা যাবে না।
বড় কিছু করতে চাইলে বড় হবার তীব্র ইচ্ছে তৈরি করতে হবে।বড় হবার তীব্র নেশাই পারে মানুষকে অনেক বড় করতে।চেষ্টার নেশা কোন ভাবেই যেন থেমে না যায়।
কারো পিছনে ঘুরতে যেও না।রাজনৈতিক বিষয়ে জড়িয়ে যেয়ে জীবন শেষ করে দিও না। নেতার পিছনে না ঘুরে তুমি নিজে পরিশ্রম করে বড় হও।সম্মান অর্জন কর।নিজ শ্রমে সফলতা অল্প হলেও তাতে শান্তি থাকে।
Post a Comment