....
বৃহৎ আকারের কোনো ইচ্ছা বা আকাঙ্খা নেই।শুধুমাত্র দূর গন্তব্যে পৌঁছাবার প্রত্যয়ে বেড়ে উঠা।নিজের উপর আত্মবিশ্বাস খুব কম,তাই সবকিছুতে হেরে যাওয়ার অভ্যাস কিন্তু ইনশাআল্লাহ। ভালো লাগে এই উদ্ভ্রান্ত শহর,ধুলোমাখা রাস্তা আর গোধূলির আলো।
ভালোবাসি স্বার্থহীন মানুষদের।প্রিয়দের তালিকা খুবই ছোট। যারা আছে তারা যেন থেকে যায়।ভালোবাসি গ্রাম,নদীর পাড়,সূর্যাস্ত দেখা, একা হাঠা, প্রকৃতি,পাখির শব্দ,শীতের সকাল ও পাতাঝরা বিকেল.।
ভালো লাগে নীল ও কালো।
নতুন কিছু জানার প্রতি কেমন একটা টান রয়েছে। কাউকে কষ্ট দেওয়া পছন্দের না।
আধুনিক সমাজে আমি বেমানান তাই অনেক দূরে থাকি আধুনিকতা থেকে।
নিজেকে বুঝি না,বুঝার চেষ্টাও করি না।মন খারাপের সময়গুলো একলা থাকতেই ভালবাসি।।আসলে খুব মন খারাপের সময়গুলো একাই কাটিয়েছি,,তাই এখন একলা থাকতেই অনেক বেশি উপভোগ করি।।অন্যের দেয়া মিথ্যে সিম্পেথীগুলো এখন বিরক্তির উদ্রেক করে খুব। অন্যের কাধেঁ ভরসার হাতটা রাখতে ভালোলাগে,,ভেঙ্গে পরার আগেই বাঁশের ঠেস দেয়া খুটি হতে পারলেও সার্থক লাগে
নিজেকে,,মন খারাপের রাত্তিরে দুঃখগুলো বলার মতো মানুষ হতে ভালোলাগে,,দুঃসময়ে নিজের পিঠ পেতে দিতে পারলে মানুষ মনে হয় নিজেকে,,নিভে যাওয়ার আগেই জ্বলে থাকার
রসদ জুগাতে ভাললাগে,,ভাললাগে দুর্দিনের সাথী হতে :). তবে নাট্যমঞ্চে চলতে থাকা কারো রঙ্গ অভিনয় দেখে দর্শক সারিতে বসে বাহাবা আর হাততালি দেয়াকে যদি সাপোর্ট বলেন তবে সে
সাপোর্ট দিতে আমি ব্যর্থ ।।মানুষগুলোর স্মৃতির পাতায় পরে থাকা স্মৃতি গুলো জানতে আগ্রহের কমতি নেই।।অনেকগুলো সময় কাটিয়েছি অপরিচিত কোন রিক্সাওয়ালার সাথে চা খেতে খেতে,,রাস্তার ভিক্ষুক এর সাথে,,ফ্লাক্সে ভরে চা বিক্রি করা কিশোর ফেরিওয়ালার সাথে,,রাস্তার ধারে ভ্রাম্যমাণ টং দোকান নিয়ে বসা বৃদ্ধ কাকার সাথে।। বাবা-মায়ের বাধ্য ছেলে হতে পারিনি আজ পর্যন্ত!তবে বড্ড ভালবাসি মানুষগুলোকে।।বলতে পারিনি ....কখনও হতেপারবো ও না,তিন বোন আর বাবা-মাকে
নিয়েই আমার পরিবার ।।হয়তো নিজেকে গড়ে তুলতে পারিনি,,পারিনি আমাকে নিয়ে গর্ব
করে বলার মত কোন মুহূর্ত উপহার দিতে।।তবে তাদের জন্য নিজেকে বিসর্জন দিতে এক মুহূর্ত
পিছপা হবোনা।।দাদা আর নানার পক্ষের মধ্যে নানার পক্ষটাই সিংহভাগ
দখল করে আছে হৃদয়ের।।বন্ধুত্ব উপভোগ করি আর বন্ধুদের ভালবাসি ।।বলতে পারেন জীবনের অর্ধেক।।তবে প্রকাশ করতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ
করিনা,,এখানেই প্রথম বলা।।বন্ধুদের কাছে চিরকৃতজ্ঞ আমি...
দিনশেষে জীবনটাকে সহজ করে পেতে চাই। জটিলতা আমার কাছে অসহ্য ও বিরক্তিকর লাগে। বেঁচে থাকার আনন্দ নিয়ে সহজভাবে স্বার্থক জীবন যাপণ করতে চাই।
AALHAMDULILLAH for everything..& IN-SHA-ALLAH🤲🏻
إرسال تعليق