কেউ জানে না
জানবেও না-
কতখানি অচেনা লুকিয়ে থাকে
অস্তিত্বের গভীরে,
স্বীকারােক্তি যেখানে স্পর্শতা আনে না
বসন্ত বাতাস কেবলমাত্র উপলক্ষ্য-
সেখানে অন্ধ মুহুর্তেরা শুধু পলাশ হয়ে জাগে।।
বসন্তবৌরি রােদুর গাঙচিল ডানায় মেখে ভেসে
পড়া,
কিভাবে সম্ভব যতক্ষণ না অনুযােগের তীব্রতা অনুরণন হয়ে ধরা দেয় -
যদিও অনুভবের গভীরতায় অভিজ্ঞতারা ক্রমশ বিবর্ণ জলছবি;
হারিয়ে যেতে হয়
সমুদ্রের মত
ঢেউয়ের পেলবতায়
কিংবা সুনীল গভীরতায়
নিস্তরঙ্গ... অপলক
Brilliant M_59
ردحذفإرسال تعليق