🍁স্মৃতিময় কবিতা : মুগ্ধ হৃদয়ের কল্পনা🍁


 আমি মুগ্ধতা নিয়ে চাঁদনী রাতে হেঁটে বেড়াই আনমনে

 পাখির কলতানে বিমুগ্ধ প্রহরে আলপনা আঁকি!  

স্নিগ্ধ আবেশে ঘাসের সজীবতায়

অনুভব করি কোমল মায়াভরা ছোঁয়া! 


প্রকৃতি আমায় টানে নিজের অপূর্ব সৌন্দর্য দিয়ে

নদীর স্রোতে আমি হারিয়ে যায় দিগন্তের কোলে! 

 জোনাকির আলোয় খুঁজে বেড়াই

স্বপ্নের শৈশবের স্মৃতিময়তা! 


প্রিয়জনদের মাঝে অনুভব করি ভালোবাসার ছোঁয়া, 

নিজের জীবনকে মনে হয় স্বপ্নীল মধুর

রঙিন এই পৃথিবীর মায়ায় বাঁধি হৃদয়ের বাঁধন! 


অবসরে কলমের আঁচড়ে লিখি মায়াবী কাব্য

মধুর অপেক্ষায় কাটিয়ে দেই

সোনালী দিনগুলো প্রিয়তমের আশায় ! 


ভোরের স্নিগ্ধতা অনুভব করি অপূর্ব হিমেল হাওয়ায় 

একাকী বসে আকাশ দেখি মুগ্ধ নয়নে 

সৃষ্টির সৌন্দর্য আমায় অনুগত করে বিশ্বমালিকের! 


হৃদয়ের কল্পনা কখনো আপ্লুত করে অতৃপ্ত মন

 জীবনের মায়াবী ভালোবাসায় খুঁজি ছন্দের ভাষা

আমি কবির বেশে গড়ে তুলি কাব্যের প্রাসাদ !

3 تعليقات

  1. খুবই ভাল লাগল ভাই

    ردحذف
  2. একাকি বসে চাঁদ দেখতে
    আর কত ভালো লাগে প্রিয়?
    তবুও আছি দেখে যাই,
    হুম তুমি আসবে বলে প্রিয়!

    ردحذف
    الردود
    1. প্রিয়রা হুট করে আসে,এসে জীবনে একটা ছাপ ফেলে যায়।তবে প্রিয়দের সাথে পূর্ণিমা দেখার মজাই আলাদা।🥰 ভালো থাকুক সবার প্রিয়জন।ভালো রাখুক

      حذف

إرسال تعليق

أحدث أقدم