জাগ্রত মুসাফির


 হৃদয়ের জীর্ণ দেয়ালে জমেছে আবর্জনা

ফাটল ধরেছে যত্নের অভাবে চারপাশে । 

আগাছায় ভরে গেছে চেতনার বাতিঘর


একাকিত্বের অপরাধগুলো অক্টোপাসের মত , 

তীব্রভাবে আঁকড়ে ধরে শূণ্যে, অজানা নির্জনতায়। 

অতীতের স্মৃতি টেনে নিতে চায় গহীন অন্ধকারে ! 


মরচে ধরা অন্তরে জেগে থাকি একাকী , 

রহমতের অসীম বারিধারা ঝড়ে শেষ প্রহরে। 

সিক্ততার তৃষ্ণায় ডুকরে কেঁদে উঠি প্রার্থনায় ! 


আত্মার অনুভূতি কাঁপন ধরায় বিশাল আকাশে , 

নিষ্প্রাণ কলমে জেগে ওঠে ব্যথার উপাখ্যান । 

স্বপ্ন বুকে তবু ছুটে চলে জাগ্রত মুসাফির ..

2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم