আর কুরআন পাঠ করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে
--- Al Quran...73>4
খুব ভালো করে আজ একটা বিষয় বুঝতে পারলাম।প্রতিনিয়ত আমরা কত ভুল করে থাকি।আল্লাহর নিকট আশ্রয় চাইতে গেলেও ভুল।জানিনা এ ভুলের ক্ষমা হয় কিনা।
আল কুরআন পবিত্র গ্রন্থ। আমাদের নিকট বরকতস্বরূপ। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যখন কুরআন তিলাওয়াত করি, জানিনা আমাদের ইচ্ছা নাকি কাজের চাপে, তিলাওয়াতটা যেন বড্ড দ্রুতগতিতে হয়ে যায়। বেশিরভাগ উচ্চারণই আমরা বুঝতে পারিনা।চিন্তা একটাই, আমাকে দ্রুত নামাজ শেষ করতে হবে। সারাদিন বিভিন্ন কাজে, টিভি দেখায়, বই পড়ায় কত মূল্যবান সময়ই না আমরা ব্যয় করছি, অথচ নামাজের বেলায় একটুও সময় হয় না।প্রতিটি আয়াত,হরফ সঠিকভাবে উচ্চারণের চেষ্টাও করি না।আর দিনশেষে অভিযোগ, নামাজে দাঁড়ালে আমার দুনিয়ার কথা মনে পড়ে। নামাজে মন বসতে চায় না।
কোনো একসময় আমি পড়েছিলাম, নামাজে নিজের তিলওয়াতের প্রতি মনোযোগ দিতে হয়।চুপচাপ শুনতে হয় আমি কী উচ্চারণ করছি, কমবেশি সবাই-ই আমরা অর্থ জানি না। তবে একটিবার মন দিয়ে সময় নিয়ে যদি আমরা তিলওয়াত করি,মনে হবে হ্যাঁ আমি আল্লাহর অতি নিকটে। কুরআন পাঠে কত যে শান্তি আছে আমরা অনুভব করতে পারি।তখন নিজেকে বড় তুচ্ছ মনে হয়। নিজের পাপের জন্য ক্ষমাপ্রার্থী হই।ইসলামকে ভালো লাগতে শুরু করে।
আসুন এই রমজানে আমরা নতুনভাবে ইসলামকে জানি।নিজেদের ভুলগুলো সুধরাবার চেষ্টা করি।
إرسال تعليق