বিদায়ী

সন্ধ্যায় গোধূলিলগ্নে বিমর্ষ হৃদয়ে,  নিভে যায় রক্তিম সূর্য আনমনে একাকী। পাখিরা নীড়ে ফিরে আসে চুপিসারে !

 



সন্ধ্যায় গোধূলিলগ্নে বিমর্ষ হৃদয়ে,
নিভে যায় রক্তিম সূর্য আনমনে একাকী।
পাখিরা নীড়ে ফিরে আসে চুপিসারে !

স্মৃতিরা নির্জনে হাতড়ে বেড়ায় তৃপ্তি,
চোখে ভেসে বেড়ায় প্রিয়তম মুখ।
সুখের সন্ধানে হারিয়ে যাই অজানায়!

নির্জন রাতে কখনো ফেলি দীর্ঘশ্বাস,
একাকীত্বের কষ্ট আছড়ে পরে বিছানায়।
সুখসন্ধানী আনন্দ খুঁজে স্বপ্নের রাজ্যে!
বিদায়ের মুহূর্ত ক্ষতবিক্ষত করে কল্পনা,
নিভৃতে দোয়ায় পেতে চাই আজন্ম শান্তি।
ভাস্বর থাকতে চাই সব প্রিয়জনের হৃদয়ে !

Post a Comment

أحدث أقدم