যা আড়ালে থেকে যায়


 দামি গাড়ীর কাচের ওপর ছােট্ট হাতখানা তেতেপুড়ে গেলেও গােলাপের রােমান্টিসিজমের টিআরপিটা সব সময়ই আলটিমেটাম। সে যাইহােক না কেন কাচ নেমে যেতেই ঠান্ডা হাওয়াটা যেন জুড়িয়ে দিয়ে দিল কলির প্রাণটা। কলি, কেয়ার ওফ -বাজারের মোড়ের বস্তি ।


আজ্ঞে, ওর জব প্রফাইলে  সেলস টা বেশ বােল্ড। কারণ একটা ব্যাস্ত বি এম ডাবলিউর ব্যস্ততা কেও হার মানিয়ে একটা একশ টাকার নােট খানার পরিবর্তে নিতেই হল মিনিট দুয়েকের সিগনাল ব্রেকে। বছর আটেকের

কলির ওই নিষ্পাপ হাসির প্রেজেনটেশনটা যেন অব্যর্থ কাজ করে।না লাগে তার কোন প্লান ওফ অকেশন, দরকার পড়ে না কোন প্রেমের ডেমাে তার। সে যাই হােক, এরকম কোনে না কোনো সিগনালে নিশ্চয়ই কত কলি থেকে যায় কেও গােলাপের প্রােপােসাল মাধ্যম নিয়ে ,  কেও নন ব্রান্ডেড ধূপের প্রমােশন নিয়ে।

হ্যা, মােবাইল রেভােল্যশনের ভীড়ে ডুবে যেতে যেতে কখনাে কখনও হারিয়ে যেতে যেতে দুটো প্রশ্ন শুধুই মাথায় আসে, ওই খুদে মার্কেটিং গুলাে আজও প্রায়ােরিটিতেই আছে?না কি আমরা ভলোবাসতে পারি বা না'ই পারি, আমরা ভালোবাসতে আজও ভালবাসি?

Post a Comment

أحدث أقدم